জার্মানির প্রধান বন্দর শহর হামবুর্গে ছুরি হামলা চালিয়ে ১৮ জনকে আহত করেছেন এক নারী। ৩৯ বছর বয়সী ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার শহরের সেন্ট্রাল রেলস্টেশনে এই ঘটনা ঘটে।
হামবুর্গ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই নারী একাই হামলা চালিয়েছেন। শুক্রবার গ্রেফতারের পর পুলিশ হেফাজতে রাখা হয় তাকে। শনিবার আদালতে হাজির করার কথা।
শুক্রবার এক বিবৃতিতে হামবুর্গ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “ওই দিন সকালের দিকে হামবুর্গ সেন্ট্রাল স্টেশনে ওই নারী প্রবেশ করেন এবং নির্বিচারে অর্থাৎ সামনে যাকেই পেয়েছেন, তাকেই লক্ষ্য করে হামলা চালিয়েছেন। আমরা তাকে গ্রেফতার করেছি এবং এ ঘটনার তদন্ত শুরু করেছি। আপাতত আমাদের হাতে এর বেশি তথ্য নেই। তদন্তের পর এ ব্যাপরে আরও বিস্তারিত তথ্য আমরা জানাতে পারব।”
হামলাকারী নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি হামবুর্গ পুলিশ। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জার্মান শাখা আরটিএলকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী জার্মান নাগরিক এবং প্রাথমিক তদন্তে জানা গেছে যে, এই হামলার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/একেএ