কাশ্মীরের পাহেলগাঁও হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। আর এর জেরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার রাশিয়া সফর স্থগিত করেছেন। রুশ বিজয় দিবস উদযাপনে মস্কো সফর করার কথা ছিলো তার।
আগামী ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয়ের স্মরণে মস্কোতে অনুষ্ঠিতব্য বিজয় দিবসের কুচকাওয়াজে মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মোদি ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। সূত্রের খবর, ভারতের পক্ষ থেকে কোনো কূটনৈতিক প্রতিনিধি রাশিয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
গত ২২ এপ্রিল পাহেলগাঁওয়ে অস্ত্রধারীদের হামলায় পর্যটকসহ ২৬ জন নিহত হন। এরপর পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হয়েছে। ভারত সন্দেহ করছে, এই হামলায় স্থানীয় অস্ত্রধারীদের পাশাপাশি পাকিস্তান থেকে আসা কেউও জড়িত ছিল। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। উপত্যকা জুড়ে হামলাকারীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চললেও এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এই হামলার তদন্ত করছে। তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ভারতের দাবি মতে, হাশিম মুসা নামে এক পাকিস্তানি এই হামলার নেতৃত্বে ছিল।
এই পরিস্থিতিতে মোদির রাশিয়া সফর বাতিল করাকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাহেলগাঁও হামলার জেরে ভারত-পাক উত্তেজনার দিকে মনোনিবেশ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল