মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চলের উত্তর চরমশুরা গ্রামে দুর্বৃত্তদের হামলায় ১০টি ঘরবাড়ি, দুটি বিল্ডিং ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। এ সময় আহমদুল্লাহ ভূইয়া (৪০) নামে একজনকে পিটিয়ে আহত করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলা চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমশুরা গ্রামে ৩০/৩৫ জনের সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় সৌদি প্রবাসী আদম আলী মোল্লা, শাজাহান ভূইয়া, সাইফ আলী, হাকিম ভূইয়া, মঞ্জিল ভূইয়াসহ ১০ জনের বাড়িতে হামলা চালানো হয়।
সরেজমিন বুধবার বেলা ১১টার দিকে চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমশুরা গ্রাম ঘুরে হামলায় ভাঙচুরের সত্যতা দেখা গেছে। প্রবাসী আদম আলীর তালাবদ্ধ বিল্ডিংয়ের সবগুলো কাঁচের জানালা ভেঙে ফেলা হয়েছে। শাহজাহান ভূইয়ার দোতলা বিল্ডিংয়ের গেট ভাঙা দেখা গেছে। আর অন্যান্যদের ঘরবাড়ি-টিনের বেড়া ভাঙা দেখা যায়। ভুক্তভোগীদের বাড়িঘর পুরুষ শূন্য।
প্রবাসী আদম আলীর স্ত্রী রিঙ্কি আক্তার বলেন, আমি বাড়িতে থাকি না। স্বামী প্রবাসে থাকে। তারা আগে দল করতো। তার জন্যই আমার ঘরবাড়ি ভাঙচুর করছে। সকালে দেখতে আসছি।
আদম আলীর বড় বোন রাহেলা বেগম বলেন, আমার ছোট ভাইয়ের বাড়িতে ভাঙচুর করেছে। আমি তাদের ভাঙতে না করেছি। তারা শোনেনি।
ভুক্তভোগী মঞ্জিল ভূইয়ার মেয়ে মুক্তা আক্তার বলেন, আমার বাবা কৃষক। আমাদের বাড়ি সাবেক চেয়ারম্যানের বাড়ি হওয়াতে আমাদের ঘরে তারা ভাঙচুর করছে। এর আগে আমার ছোট ভাইকে মারছে তারা।
ভুক্তভোগী শাজাহান ভূইয়ার মেয়ে সুইটি আক্তার বলেন, তারা আমাদের বিল্ডিংয়ের গেট ভেঙে ভেতরে ঠুকে আমার বড় ভাই আহমদুল্লাহকে মারধর করেছে। আমাদের ঘরে থাকা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করেছে।
এ ব্যাপারে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই