বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্ত-কর্মচারীদের নিয়ে ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ। তিনি বলেন, মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল বিষয়ে এ কর্মশালা তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের অধীনস্ত বরিশাল বিভাগে অবস্থিত বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের জন্য অনেক গুরুত্ববহ। আইন জানলে নিজের জীবনে আইন মেনে চলার সুযোগ সৃষ্টি হয়, আবার দাপ্তরিক কাজেও দক্ষতা বাড়ে।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (স¤প্রচার) ফারাহ শাম্মী। কর্মশালায় উচ্চ আদালত ও অধস্তন আদালতে মামলা পরিচালনায় প্রাসঙ্গিক আইন ও কৌশল বিষয়ক আলোচনা করেন তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মো. মাসুদ পারভেজ।
ভ‚মি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয় এবং সার্টিফিকেট কেস পরিচালনা বিষয়ে আলোচনা করেন তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ। মামলা সংক্রান্ত নোটিশ প্রাপ্তির পর করণীয় সম্পর্কিত আলোচনা করেন তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মোতালেব হোসাইন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে কর্মশালায় বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মোহম্মদ ওমর ফারুক দেওয়ান, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমাসহ তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর-সংস্থায় বরিশাল বিভাগে কর্মরত ৩০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম