পাহাড়ি জেলাগুলোতে পুষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। পুষ্টি উন্নয়নে কাজ করা গেলে অপুষ্টিতে থাকবে না কেউই। খাগড়াছড়ির লক্ষিছড়ি ওগুইমারা দুটি উপজেলার ১৫৬ পাড়ার ৪৬১৮ টি পরিবারের জীবন জীবিকার মান উন্নয়ন, পুষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রকল্প বাস্তবায়নে কাজ করে আসছে। এমন তথ্য জানানো হয় খাগড়াছড়িতে জেলা পুষ্টি কমিটির সমন্বয় সভায়।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত।
সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এ বিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: মোঃ ছাবের আহামদ, সহকারী জেলা শিক্ষা অফিসার রবিউল হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ জহুরুল আলম, আলো এনজিওর নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা।
সভায় বক্তারা জেলার লক্ষ্মীছড়ি ও গুইমারা উপজেলার ১৫৬ পাড়ার ৪৬১৮ সুবিধাভোগী পরিবার রয়েছে। এর অগ্রযাত্রা ধরে রাখতে পুষ্টি বিষয়ক পরিকল্পনা, প্রণয়ন ও বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহবান জানান। সভায় জেলা সিভিল সার্জন, সরকারি-বেসরাকরি দপ্তরর প্রতিনিধি এবং স্থানীয় উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম