কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে মোহাম্মদ অনোহল (৪৫) এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগুর গ্রামে এ ঘটনা ঘটে। মোহাম্মদ অনোহল কাকটেংগুর গ্রামের মৃত মো. মহুরুদ্দীনের ছেলে।
কাকটেংগুর গ্রামের আমজাদ হোসেন জানান, বুধবার বিকালে বাড়ির পাশে কাজ করছিলেন অনোহল। কাজ শেষে খলার পাশেই বেঁধে রাখা গরুটি আনতে যান। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে আক্রান্ত হন অনোহল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ