বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, সংস্কার যেটুকু প্রয়োজন দ্রুত সেরে ফেলে নির্বাচন দেন। নির্বাচন নিয়ে যদি তালবাহানা করেন, তাহলে উদ্ভুত পরিস্থিতির দায় দায়িত্ব যারা ক্ষমতায় আছেন তাদেরকেই নিতে হবে। তিনি আজ বুধবার বিকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি কিন্তু আন্দোলন স্থগিত রেখেছে, আন্দোলন বন্ধ করেনি। বিএনপির বিরুদ্ধে কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। সকল শক্তিকে মোকাবিলা করেই বিএনপি আজকের পর্যায়ে এসেছে। বিএনপি যদি বাংলাদেশে না থাকতো টাকা নিয়ে বাজারে যেতে পারতেননা, রুপি নিয়ে বাজার করতে হতো, মোদীর আরো একটি অফিস থাকতো ঢাকায়। বিএনপি আছে বলেই তারা পারেনি। আগামীতেও পারবেনা ইনশাআল্লাহ। যে দেশই হোক, বাংলাদেশকে তাদের ডাম্পিং গ্রাউন্ড বানাতে দেবোনা উল্লেখ করে তিনি বলেন, আমাদের পতাকাকে কালিমাযুক্ত হতে দেবোনা, স্বাধীনতা আমরা রক্ষা করবো।
বেলা ১২টার দিকে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন এবং বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ।
তাড়াইল উপজেলা বিএনপির আহ্বায়ক সাঈদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কিশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, এডভোকেট জালাল মো. গাউস, আজিজুল ইসলাম দুলাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক। সম্মেলনের প্রথম অধিবেশন সঞ্চালনা করেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন লিটন।
বিডি প্রতিদিন/এএ