যুক্তরাষ্ট্র আফগানিস্তানের হাক্কানি নেটওয়ার্কের নেতাদের ধরিয়ে দিতে ঘোষণা করা কোটি কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করেছে। যার মধ্যে বর্তমান তালেবান স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং আফগান সরকার জানিয়েছে।
আফগানিস্তানে কয়েক দশক ধরে চলা যুদ্ধের সময় কিছু ভয়াবহ হামলার জন্য দায়ী ছিল হাক্কানি নেটওয়ার্ক। এই ব্যক্তিদের নাম ওয়াশিংটনের বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসীদের তালিকায় রয়ে গেছে কিন্তু অর্থমূল্য বাতিল করা হয়েছে।
তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন, সিরাজউদ্দিন হাক্কানি যিনি হাক্কানি নেটওয়ার্কেরও প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা আব্দুল আজিজ হাক্কানি এবং ইয়াহিয়া হাক্কানির জন্য ঘোষিত পুরষ্কার বাতিল করেছে ওয়াশিংটন।
সিরাজউদ্দিন হাক্কানি দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ছিলেন। তার মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নামকরণ করা তিন ব্যক্তিকে বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে মনোনীত করা হয়েছে এবং হাক্কানি নেটওয়ার্ককে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা হয়েছে। কিন্তু ওয়ান্টেড পেজটি সক্রিয় থাকা সত্ত্বেও ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর ওয়েবসাইট থেকে দানপত্রটি সরিয়ে ফেলা হয়েছে।
বুধবার পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের নীতি হল ন্যায়বিচারের জন্য পুরস্কারের প্রস্তাবগুলি ধারাবাহিকভাবে পর্যালোচনা এবং পরিমার্জন করা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর মার্কিন কর্মকর্তাদের প্রথম আফগানিস্তান সফর এবং পরে তালেবান কর্তৃপক্ষ কর্তৃক একজন মার্কিন নাগরিকের মুক্তির ঘোষণার কয়েকদিন পরেই ঘোষিত অর্থ বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে অবস্থিত আফগান রাজনৈতিক বিশ্লেষক আব্দুল ওয়াহেদ ফকিরি বলেছেন, ঘোষিত পুরস্কার বাতিলের বিষয়টি সম্ভবত প্রায়শই প্রতীকী। তবে এটি যুক্তরাষ্ট্রের সিরাজউদ্দিন হাক্কানিকে কৃতিত্ব দেওয়ার একটি উপায়। যাকে উদীয়মান আরও মধ্যপন্থী বিকল্প হিসাবে দেখা হয়।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল