বাস গভীর খাদে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভারতের মণিপুরের সেনাপতি জেলার চাংউবুং গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর ইকোনমিক টাইমসের।
স্থানীয় একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ দুর্ঘটনায় অন্তত আটজন বিএসএফ সদস্য আহত হয়েছেন। প্রতিবেদন মতে, জাতিগত সহিংসতার প্রেক্ষাপটে মণিপুরে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনার সময় ১৫ জন বিএসএফ সদস্যকে বহন করে বাসটি যাচ্ছিলো, এসময় খাদে পড়ে তিনজনের প্রাণহানি হয়।
মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন, যেখানে তিন বিএসএফ সদস্য প্রাণ হারান। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বিডি-প্রতিদিন/শআ