ভারতের মণিপুরে আবারও শুরু হয়েছে অস্থিরতা। মণিপুরে রাস্তাঘাট সচল হওয়ার প্রথম দিনেই আবারও গোলমালের খবর পাওয়া গেছে।
কাংপোকপি জেলায় যান চলাচল রুখতে পথ অবরোধ করেন কুকি জনগোষ্ঠীর কিছু নারী। তাদের ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ শুরু করে। তাতে বেশ কয়েক জন বিক্ষোভকারী আহত হয়েছেন।
ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যে বর্তমানে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে। মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল অজয়কুমার ভল্লা।
গত ২ মার্চ ভল্লা এবং অন্য আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরের পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। বৈঠকের পরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয় ৮ মার্চ থেকে মণিপুরের সব রাস্তা যেন সচল থাকে। রাজ্যের রাস্তাঘাটে সাধারণ মানুষ যেন বিনা বাধায় চলাচল করতে পারেন। কেউ রাস্তা আটকানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপেরও নির্দেশ দেয় মন্ত্রণালয়।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া নির্দেশ থাকার পরেও শনিবার পথ অবরোধের চিত্র ধরা পড়ল মণিপুরে। কুকি জনগোষ্ঠীর বিক্ষোভকারীরা শুরু থেকেই বলে আসছিলেন, তাদের দাবিদাওয়া পূরণ না-হওয়া পর্যন্ত রাস্তাঘাট সচল করা যাবে না। এই আবহেই শনিবার কাংপোকপি জেলায় কুকি জনগোষ্ঠীর অবরোধকারীদের লাঠিচার্জ করে হটাল নিরাপত্তাবাহিনী।
বিডি প্রতিদিন/নাজমুল