রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের তথ্য ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলিকে দেওয়ার অভিযোগে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, দিমিত্রি লেভিনের বিরুদ্ধে ইউক্রেনের সামরিক গোয়েন্দা পরিষেবা, রাশিয়ান ভলান্টিয়ার কর্পস ইউক্রেনের পক্ষে লড়াইরত রাশিয়ান নাগরিকদের একটি ইউনিটের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়েছিল। মস্কো এবং ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা এটিকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভূক্ত করেছে।
আরআইএ নভোস্তির মতে, লেভিন ক্রাসনোদার অঞ্চলের কৃষ্ণ সাগর বন্দর নভোরোসিস্কে রাশিয়ান জাহাজের গতিবিধি সম্পর্কে তথ্য এবং ছবি সরবরাহ করেছিলেন।
দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডনের একটি সামরিক আদালত তাকে রাষ্ট্রদ্রোহ এবং একটি সন্ত্রাসী সংগঠনে সদস্যপদ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর মস্কোর সামরিক আক্রমণ শুরু হওয়ার পর থেকে বিপুল সংখ্যক লোককে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ, নাশকতা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে।
এই সংঘাতের বিরোধিতা করার জন্য হাজার হাজার মানুষকে শাস্তি দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে বা কারাদণ্ড দেওয়া হয়েছে। সূত্র: দ্য মস্কো টাইমস
বিডি প্রতিদিন/নাজিম