সহিংসতা-বিধ্বস্ত উত্তরপূর্ব ভারতের রাজ্য মণিপুর নিয়ে বড় নির্দেশ দেশটির কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্পষ্টবার্তা, চলতি মাসের ৮ মার্চ তারিখ থেকে মণিপুরে সাধারণ মানুষের অবাধ চলাচলের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে যদি কেউ বাধা দেয়, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শনিবার দিল্লিতে এক জরুরি বৈঠকে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতেই এই উচ্চ পর্যায়ের বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, মণিপুর রাজ্য প্রশাসন, সেনাবাহিনী এবং বিভিন্ন নিরাপত্তা এজেন্সির শীর্ষ কর্মকর্তারা।
সেই বৈঠক থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, আগামী ৮ মার্চ থেকে মণিপুরের সমস্ত রাস্তায় মানুষের জন্য অবাধ চলাচল নিশ্চিত করতে হবে এবং কেউ বাধা সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, কেন্দ্রীয় সরকার মণিপুরে স্থায়ীভাবে শান্তি পুনরুদ্ধার করতে এবং এই বিষয়ে সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
মণিপুরের সাথে আন্তর্জাতিক সীমান্তে নির্ধারিত প্রবেশপথের উভয় দিকে বেড়া দেওয়ার কাজ ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, সব ধরনের চাঁদাবাজির ক্ষেত্রেই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মণিপুরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর নির্ধারিত প্রবেশপথের উভয় দিকে বেড়ার কাজ দ্রুত শেষ করা উচিত।
গত মাসে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে এন বীরেন সিংয়ের ইস্তফা দেওয়ার পর ১৩ ফেব্রুয়ারি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারির পর এই প্রথম নিরাপত্তা সম্পর্কিত বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হল।
উল্লেখ্য, সংরক্ষণ ইস্যুকে কেন্দ্র করে গত ২০২৩ সালের ৩ মে থেকে অশান্তির শুরু হয় মণিপুরে। টানা কয়েক মাসের ধরে কুকি ও মেইতি সম্প্রদায়ের মধ্যে বিক্ষিপ্তভাবে সহিংসতার ঘটনা ঘটে ওই রাজ্যটিতে। বিশেষ করে নারীদের উপর অত্যাচার, বিবস্ত্র করে ঘোরানো, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, বোমা, গুলির ঘটনা ঘটে। মণিপুরের সহিংসতায় প্রায় আড়াই শতাধিকের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর, আহত হয় প্রায় ৩ হাজার মানুষ। ভিটেহারা আরো প্রায় কয়েক হাজার মানুষ। এমনকি ওই সহিংসতার সুযোগ নিয়ে বিভিন্ন থানা থেকে পুলিশের কাছ থেকে কয়েক শতাধিক অস্ত্র লুট হয়।
বিডি প্রতিদিন/এএ