হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাগবিতণ্ডায় জড়িয়েছেন। এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভলোদিমির জেলেনস্কিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে ওভাল অফিসে ঘটে যাওয়া বাগবিতণ্ডার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। খবর তাসের।
ফক্স নিউজের উপস্থাপকের সঙ্গে এক সাক্ষাতকারে অংশ নেন জেলেনস্কি। সেখানে ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার জড়ানোর ঘটনায় ক্ষমা চাওয়া উচিত নয় কিনা জানতে চাইলে- তিনি তা প্রত্যাখ্যান করেন। জেলেনস্কি বলেন, ‘প্রেসিডেন্টকে আমি সম্মান করি এবং আমি মার্কিন জনগণকেও সম্মান করি। আমি মনে করি আমরা খুবই খোলা মনের এবং সৎ। তবে আমি এটা নিশ্চিত নই যে আমাদের মাঝে খারাপ কিছু হয়েছে।’
জেলেনস্কি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, মার্কিন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব। তিনি বলেন, এই সম্পর্ক শুধু দুই প্রেসিডেন্টের মধ্য সীমাবদ্ধ নয়। আমাদের জনগণের মাঝেও ঐতিহাসিক এবং শক্তিশালী সম্পর্ক রয়েছে।
এদিকে, এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।
বিডি-প্রতিদিন/শআ