দারিদ্র্যের ফাঁদে পড়ে নিজেদের কিডনি বিক্রি করতে বাধ্য হচ্ছেন মিয়ানমারে অনেক মানুষ। সামরিক অভ্যুত্থানের পর দেশটির অর্থনীতি ভেঙে পড়ায়, জীবনযাত্রার ব্যয় মেটাতে এই পথ বেছে নিচ্ছেন অনেকে। সম্প্রতি মিয়ানমারের একাধিক নাগরিক অবৈধভাবে ভারতে গিয়ে কিডনি বিক্রি করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিবিসি-র এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে মিয়ানমারের এক খামার শ্রমিক জেয়া এবং আরেক গ্রামবাসী মায়ো উইনের মতো সাধারণ মানুষরা দারিদ্র্য মোকাবেলায় এ বিপজ্জনক পথে পা বাড়িয়েছেন:
মিয়ানমারের খামার শ্রমিক জেয়া বলেন, "আমি শুধু একটা বাড়ির মালিক হতে চেয়েছিলাম, সঙ্গে ঋণের বোঝা কমাতে চেয়েছিলাম—এ কারণেই কিডনি বিক্রির সিদ্ধান্ত নিই।"
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে থাকে। জেয়ার আয় কমে যায়, ফলে পরিবারে খরচ বহন করা তার জন্য কঠিন হয়ে ওঠে।
এরই মধ্যে তিনি ঋণেরভারে জর্জরিত হয়ে পড়েন। জেয়ার পুরো পরিবার তার শাশুড়ির বাড়িতে থাকতেন। একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে দেশের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে যেতে কয়েক ঘণ্টা লাগে। খড়ের ছাউনি দেওয়া ছোট ঘর, কাঁচা রাস্তার এ গ্রাম। জেয়া জানতেন, তার আশপাশে কয়েকজন কিডনি বিক্রি করেছেন। “তাদের দেখে সুস্থই মনে হচ্ছিল,” বলেন তিনি।
তাই নিজেও কিডনি বিক্রির উপায় খুঁজতে শুরু করেন। জেয়া তাদেরই একজন, যারা ভারতে গিয়ে কিডনি বিক্রি করেছেন। বিবিসি বার্মিজকে ওই অঞ্চলের অন্তত আটজন জানিয়েছেন, তারা একই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
এশিয়াজুড়েই অবৈধ অঙ্গ বাণিজ্য একটি বড় সমস্যা। জেয়ার অভিজ্ঞতা সেই নিষ্ঠুর বাস্তবতারই এক ঝলক তুলে ধরেছে। মিয়ানমার ও ভারতে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ কেনাবেচা বেআইনি।
তবে জেয়া জানান, তিনি অল্প কিছুদিনের মধ্যেই এক ব্যক্তির সন্ধান পান, যাকে তিনি ‘দালাল’ হিসেবে বর্ণনা করেছেন।
জেয়ার ভাষ্য অনুযায়ী, ওই দালাল তার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেন এবং কয়েক সপ্তাহ পর জানান, একজন সম্ভাব্য গ্রহীতা পাওয়া গেছে। যিনি একজন বার্মিজ নারী। এরপর অস্ত্রোপচারের জন্য তাদের ভারতে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়।
ভারতে দাতা ও গ্রহীতা যদি নিকটাত্মীয় না হন, তবে তাদের প্রমাণ করতে হয় যে, এই দান নিছক মানবিক উদ্দেশ্যে, কোনও বাণিজ্যিক উদ্দেশ্যে নয়।
তাই সেই নিয়ম এড়াতে দালাল একটি ভুয়া নথি তৈরি করে, যা মিয়ানমারের প্রতিটি পরিবারের জন্য থাকা বাধ্যতামূলক নথির অনুরূপ। এতে পরিবারের সদস্যদের বিবরণ লেখা থাকে। "দালাল গ্রহীতার পারিবারিক নথিতে আমার নাম ঢুকিয়ে দেয়," বলেন জেয়া।
তিনি আরও জানান, দালাল নথিটি এমনভাবে সাজান, যাতে মনে হয় তিনি বিবাহসূত্রে আত্মীয়। যিনি রক্তের সম্পর্কিত নন, তবে দূর সম্পর্কের আত্মীয় হিসেবে বিবেচিত হতে পারেন।
কিডনি বিক্রির পক্রিয়া বর্ণনা করে জেয়া বলেন, দালাল তাকে ইয়াঙ্গুনে নিয়ে যান গ্রহীতার সঙ্গে দেখা করেন। সেখানে এক ব্যক্তি, যিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছিলেন, আরও কিছু নথির কাজ সম্পন্ন করেন।
তিনি সতর্ক করে দেন, যদি জেয়া শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন, তাহলে তাকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে। বিবিসি পরে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তার কাজ কেবল রোগীর শারীরিক উপযুক্ততা পরীক্ষা করা, দাতা ও গ্রহীতার সম্পর্ক যাচাই করা নয়।
জেয়াকে জানানো হয়েছিল, অস্ত্রোপচারের বিনিময়ে তিনি ৭৫ লাখ মিয়ানমার কিয়াত (প্রায় ১,৭০০ থেকে ২,৭০০ মার্কিন ডলার) পাবেন। এরপর তিনি উত্তর ভারতে যান। সেখানে একটি বড় হাসপাতালে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।
ভারতে বিদেশি নাগরিকদের অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে হাসপাতাল বা স্থানীয় সরকারের অধীনে থাকা অনুমোদন কমিটির অনুমোদন প্রয়োজন। জেয়া জানান, অস্ত্রোপচারের আগে এক অনুবাদকের মাধ্যমে চারজন তার সাক্ষাৎকার নেন।
জেয়া জানান, অস্ত্রোপচারের আগে কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসা করেছিল যে, তিনি স্বেচ্ছায় কিডনি দান করছেন কি না, কোনও জোরজবরদস্তি ছিল কি না। তিনি বলেন, "আমি তাদের বলেছিলাম যে, গ্রহীতা আমার আত্মীয়, এবং এরপর প্রতিস্থাপনের অনুমোদন দেওয়া হয়," বলেন তিনি।
জেয়ার কথায়, "অস্ত্রোপচারের পর বড় কোনও সমস্যা হয়নি, তবে প্রচণ্ড ব্যথার কারণে আমি সহজে নড়াচড়া করতে পারছিলাম না।” এরপর এক সপ্তাহ তিনি হাসপাতালে কাটিয়েছিলেন বলে জানান।
আরেক দাতা, মায়ো উইন (ছদ্মনাম), বিবিসি-কে বলেন, তিনিও আত্মীয় সাজার ভান করেছিলেন। "দালাল আমাকে একটি কাগজ ধরিয়ে দেয়, এবং তাতে যা লেখা ছিল তা আমাকে মুখস্থ করতে হয়েছিল," বলেন তিনি।
তাকে বলা হয়েছিল, গ্রহীতা তার এক আত্মীয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। "আমার বিষয়টি পর্যালোচনা করা ব্যক্তি আমার মাকে ফোন করেন, কিন্তু দালাল আগেই একজন 'নকল মা' - এর ব্যবস্থা করে রাখে," বলেন মায়ো উইন।
তিনি আরও জানান, ওই নারী কল ধরে নিশ্চিত করেন, তিনি সত্যিই তার এক আত্মীয়কে কিডনি দান করছেন। মায়ো উইন জানান, তাকেও জেয়ার সমপরিমাণ অর্থের প্রস্তাব দেওয়া হয়েছিল।
তবে এটি "দাতব্য অনুদান" হিসেবে বর্ণনা করা হয়েছিল এবং মায়োকে তার দালালকে মোট অর্থের প্রায় ১০% দিতে হয়েছিল। উভয় দাতাই জানান, অস্ত্রোপচারের আগে তাদের প্রাপ্য অর্থের এক-তৃতীয়াংশ অগ্রিম দেওয়া হয়েছিল।
মায়ো বলেন, অস্ত্রোপচার কক্ষে প্রবেশের মুহূর্তে তার মনে একটাই চিন্তা ঘুরছিল— “আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে, আমাকে একাজ করতেই হবে, কারণ আমি ইতিমধ্যে তাদের টাকা নিয়ে ফেলেছি।”
তিনি আরও বলেন, চরম আর্থিক সংকটের কারণে তিনি এ পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন। স্ত্রীর চিকিৎসা খরচ ও ঋণের বোঝা তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করে।