পানামার এক হোটেলের জানালা দিয়ে অসহায়ভাবে সাহায্য চাইতে দেখা গেছে অবৈধ অভিবাসীদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৩০০ জনকে পানামায় পাঠিয়ে দেয়া হয়। তাদেরই পানামার একটি হোটেলে আটকে রাখা হয়েছে।
আটকদের মধ্যে পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভারত, ইরান, চীনসহ বিভিন্ন দেশের নাগরিক আছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পানামা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির আওতায় তারা বর্তমানে পানামার একটি হোটেলে অবস্থান করছেন। এসব অবৈধ অভিবাসীদের মধ্যে অন্তত ৪০ শতাংশ নিজ দেশে ফিরে যেতে চান না।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় ১৭১ জনের ফেরার ব্যবস্থা করা হলেও ১২৮ জন এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। যারা যেতে অস্বীকৃতি জানাচ্ছেন, তাদের পানামার দারিয়েন প্রদেশের এক সুরক্ষিত কেন্দ্রে রাখা হবে।
পানামার প্রতিরক্ষামন্ত্রী ফ্র্যাঙ্ক আবরেগো জানিয়েছেন, হোটেলে রাখা হয়েছে অবৈধবাসীদের। তাদের খাওয়া-দাওয়া এবং চিকিৎসারও ব্যবস্থা করা হচ্ছে।
তবে অবৈধ অভিবাসীদের হোটেল থেকে তাদের বাইরে বার হওয়ার অনুমতি দেয়া হচ্ছে না বলে অভিযোগ। হোটেল থেকেই অবৈধবাসীদের অধিকাংশের বলছেন, ‘আমাদের বাঁচান’।
এদিকে, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প শিগগিরই অবৈধ অভিবাসীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের ফেডারেল তহবিল নিষিদ্ধ করতে একটি নির্বাহী আদেশ সই করবেন।
বিডি-প্রতিদিন/শআ