চট্টগ্রাম বন্দরের লালদিয়ারচর ও পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখা বিক্ষোভ-সমাবেশ করেছে। গতকাল বিকালে নগরীর পুরোনো রেলওয়ে স্টেশন চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে দেশের প্রধান সমুদ্রবন্দরের নিউমুরিং ও সিসিটি টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করারও দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) ডাকা আগামী বুধবার চট্টগ্রাম বন্দর অভিমুখী সড়ক অবরোধ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়। এ ছাড়া আগামী ৪ ডিসেম্বর বাম গণতান্ত্রিক জোট আহূত যমুনা ঘেরাও কর্মসূচিও সফল করার আহ্বান জানানো হয়েছে। বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি অশোক সাহা, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়, বাসদ নেতা আহমেদ জসিম প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিদেশি কোম্পানির সঙ্গে লালদিয়াচর ও পানগাঁও টার্মিনাল ইজারার যে দীর্ঘমেয়াদি গোপন চুক্তি মাত্র দুই সপ্তাহে অন্তর্বর্তী সরকার করল, তা গণ অভ্যুত্থানের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা পূরণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার শেষ নেই। অথচ চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিতে সরকারের তৎপরতা মাত্রাতিরিক্ত। তারা বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো দীর্ঘমেয়াদি চুক্তির অধিকার নেই।
আজ অবরোধ বন্দর রক্ষা পরিষদের : বন্দরের দুটি টার্মিনালের ইজারা চুক্তি এবং অপর দুটির ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে আজ বন্দরের তিনটি প্রবেশমুখে তিন ঘণ্টার জন্য অবরোধ ডেকেছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। গত শনিবার এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীর আগ্রবাদ, বড় পুল এবং সিম্যানস হোস্টেল এলাকায় সড়ক অবরোধ করা হবে সন্ধ্যা ৬টা থেকে।
পরিবহনশ্রমিক ফেডারেশনের একাত্মতা : স্কপের বন্দর অবরোধ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। গতকাল ফেডারেশনের আঞ্চলিক কমিটির সঙ্গে সংযুক্ত ৪৭টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফেডারেশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআরটিসি মার্কেট কার্যালয়ে ফেডারেশনের বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহনশ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। বক্তব্য রাখেন ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মওলা, সাধারণ সম্পাদক অলি আহামদ প্রমুখ। গত শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই-বিপ্লব হলে স্কপের চট্টগ্রাম বিভাগীয় কনভেনশনে আগামী বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। অবরোধের স্থান নির্ধারণ করা হয়েছে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে, মাইলের মাথা এবং বড়পোল পোর্ট কানেক্টিং রোডের মুখ।