স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন- নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল-মিটিং বাড়বে- এটাই স্বাভাবিক। তবে পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই। সচিবালয়ে গতকাল আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার সময় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না। দেড় বছরের ধারাবাহিক প্রচেষ্টায় পরিস্থিতির উন্নতি হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারও শুরু হয়েছে। সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন।
গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া সাংবাদিক মিজানুর রহমানকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মিডিয়ায় দুই সাংবাদিকের আলোচনায় এসেছে- তিনি যে কাজটি করেছিলেন, তা সাংবাদিকতার কাজ ছিল না। উদাহরণস্বরূপ তিনি বলেন, আপনি যদি সাংবাদিকতা করতে আসেন, সেটা এক কাজ। আবার যদি বলেন, গান পরিবেশনের লাইসেন্স দরকার- এটা অন্য কাজ।