গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে আজেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজেদা গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়ার রাজা মিয়ার মেয়ে ও বেতগারড়া এলাকার শামীম মিয়ার (৪২) স্ত্রী। ঘটনার পর থেকে শামীম পলাতক। গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপিপাড়ার ভাড়া বাসায় শামীম মিয়ার ছুরিকাঘাতে গুরুতর আহত হন আজেদা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়ায় পাঠানো হয়। স্থানীয়রা জানান, অভাবের সংসারে আজেদা অন্যের বাসায় কাজ করতেন। শামীম হোটেলে কাজ করলেও নেশাজাতীয় দ্রব্যে আসক্তি ও মোবাইল ফোনে জুয়া খেলায় জড়িয়ে পড়েন। এ নিয়ে কলহ লেগেই থাকত।