ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজা নগরে ফিরতে শুরু করেছেন। হামাস নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার হিসাব অনুযায়ী, গতকাল এক দিনেই প্রায় ৫০ হাজার মানুষ গাজা নগরে ফিরেছেন। সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির বলেন, এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ গাজা নগরে ফিরে এসেছেন। ধ্বংসস্তূপে পরিণত শহরে ফিরে কেউ হতবাক ধ্বংসযজ্ঞে, কেউবা স্বস্তি পেয়েছেন ঘর এখনো টিকে আছে জেনে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
১৯ ফিলিস্তিনিকে হত্যা : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরায়েল গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত ১৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর বাহিনী। মিডল ইস্ট আই জানায়, গতকাল দুপুরে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানান-যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে ১৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া এদিন গাজার ধ্বংস¯ূ—প থেকে ইসরায়েলি হামলায় নিহত ১৫৫ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো গাজার বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। একই সূত্রের বরাত দিয়ে শনিবার জানানো হয়, গাজার দক্ষিণাঞ্চলের একটি আবাসিক এলাকায় ঘাব্বুন পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১৬ জন নিহত হন।
যুদ্ধবিরতি কার্যক্রমে টনি ব্লেয়ারের নেতৃত্ব মানবে না হামাস : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে দুই পক্ষ সম্মতি দিলেও যুদ্ধবিরতির পর অন্তর্বর্তী প্রশাসনিক কোনো কার্যক্রমে টনি ব্লেয়ারকে দায়িত্ব দিলে তা মেনে নেবে না হামাস। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন সংগঠনের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম। ওই সাক্ষাৎকারে বাসেম নাইম বলেন, টনি ব্লেয়ারকে নিয়ে আমাদের খারাপ স্মৃতি আছে।
এই হামাস নেতা বলেন, সংগঠনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রচেষ্টাকে স্বাগত জানায়, তবে ব্লেয়ারকে কোনোভাবেই গাজার প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে দেখতে চায় না।
ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাব বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি হবে। এই প্রশাসনের হাতে গাজার ওপর সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি ক্ষমতা থাকবে। তবে এ প্রশাসনে হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে না। মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের পক্ষে এ প্রশাসন পরিচালনায় টনি ব্লেয়ার নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।