প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আইনের শাসন কাকে বলে আমরা এ নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই।’ গতকাল সকালে চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পাড় এলাকায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আপনারা যদি আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করেন, নির্বাচন কমিশন আপনাদের পূর্ণ সমর্থন দেবে।
কিন্তু ক্ষমতা প্রয়োগে অবহেলা করলে সেটি হবে আপনার অপরাধ।’ তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ ক্ষমতাসম্পন্ন প্রিসাইডিং অফিসার গড়ে তুলতে চাই। আপনাদের হাতে সমস্ত ক্ষমতা দিচ্ছি। কিন্তু সেই ক্ষমতা যদি ব্যবহার না করেন, তাহলে আমরা সেটাকে ভালোভাবে নেব না। ক্ষমতা যেমন গুরুত্বপূর্র্ণ, তার সঠিক ব্যবহারও ততটাই গুরুত্বপূর্ণ।
নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো কেন্দ্রে সামান্যতম সমস্যা বা অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখানকার ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। ভোটের দিন মাঠপর্যায়ে আইন ও প্রশাসনিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে দেওয়া হবে পূর্ণ দায়িত্ব ও ক্ষমতা, যাতে তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন।
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সিবিটিইপি প্রকল্প পরিচালক মোহাম্মদ মোস্তফা হাসান বক্তব্য রাখেন।