ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করলেন কংগ্রেস সংসদ সদস্য ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গতকাল সাসারাম থেকে যাত্রার উদ্বোধন হয়।
এতে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শীর্ষ নেতারা। রাহুল এক্স-এ লেখেন, ‘১৬ দিন, ২০ জেলা, ১ হাজার ৩০০ কিলোমিটার পথ। এটি মৌলিক গণতান্ত্রিক অধিকার-এক ব্যক্তি, এক ভোট রক্ষার লড়াই।’ সভামঞ্চে তিনি অভিযোগ করেন, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে ভোট চুরি হয়েছে, এবার বিহারেও এসআইআর-এর নামে কারচুপির চেষ্টা চলছে। কংগ্রেস মুখপাত্র পবন খেরা এই যাত্রাকে জনগণের আন্দোলন আখ্যা দিয়ে বলেন, এটি দলিত ও পিছিয়ে পড়াদের অধিকার রক্ষার লড়াই। জয়রাম রমেশ একে ‘সাংবিধানিক ধর্মযুদ্ধ’ উল্লেখ করেন। লালু যাদব বলেন, ‘বিহার বাঁচাতে বিজেপি ও চোরদের উৎখাত করতে হবে।’ ১৬ দিনে বিহারের ২০টির বেশি জেলা পাড়ি দিয়ে যাত্রা শেষ হবে ১ সেপ্টেম্বর পাটনায় এক মহাসমাবেশের মাধ্যমে। কংগ্রেসের দাবি, এটি দেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নতুন মাইলফলক হয়ে থাকবে।