লক্ষ্মীপুরের রায়পুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদী থেকে ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশ মাছ ও একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ১০ জেলেকে আটক করা হয়।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহায়তা করে বাংলাদেশ কোস্টগার্ডের রায়পুর বিসিজি স্টেশন। পরে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ জেলেকে জরিমানা করেন। একই সঙ্গে তাদের অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ১ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে জব্দকৃত ৮০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কেউ আইন ভঙ্গ করলে তাকে ছাড় দেওয়া হবে না।”
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড সদস্য এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া