'সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ' স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও আলচনা সভার আয়োজন করা হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, পরিবেশের প্রতি বিরূপ আচরণের কারণে আমরা দুর্যোগের শিকার হচ্ছি। আমাদের বিরূপ আচরণের কারণে বর্তমানে ঋতুর বৈশিষ্ট পরিবর্তন হয়ে গেছে। অনেক সময় নতুন রূপে দুর্যোগ দেখা দিচ্ছে।
তিনি আরও বলেন, আমরা নাগরিক হিসেবে সচেতন হলেই দুর্যোগ থেকে রক্ষা পাবো। সময় এসেছে এই দুর্যোগ প্রতিরোধ করার। আমাদের চিন্তা করতে হবে আমরা কিভাবে পৃথিবীকে সাজাবো। আমাদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত হলেই আমরা দুর্যোগ থেকে রক্ষা পাবো।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন ও জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/তানিয়া