ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রথমবারের মতো মাধ্যমিক স্তরের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখর ইউনিয়নের সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
‘আমরা কথা বলি, আমরা শিখি, আমরা জয় করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, ‘এটি বোয়ালমারীতে প্রথম ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষার ভীতি দূর করতে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতেই এ আয়োজন। আজকের এই আয়োজন একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।’
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সাবেক সাধারণ সম্পাদক আদনান মুস্তারী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি জোবায়ের হোসেন শাহেদ এবং ইংরেজি উইংয়ের সাবেক নির্বাহী সদস্য সাইফুদ্দীন নিন মোজাফফর।
প্রতিযোগিতায় উপজেলার মোট ১৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো:
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জর্জ একাডেমি, রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়, কাদিরদী উচ্চ বিদ্যালয়, চতুল উচ্চ বিদ্যালয়, শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমি, ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়, গোহাইলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়, রাঙ্গামুলারকান্দি হাজী আব্দুল্লাহ একাডেমি, হাটখোলারচর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা, উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয়, ভীমপুর উচ্চ বিদ্যালয়, সাতৈর উচ্চ বিদ্যালয় এবং জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমি।
প্রতিযোগিতা উপলক্ষে সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ সুন্দরভাবে সাজানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ