বেসরকারি শিক্ষক কর্মচারীদের ২০% বাড়িভাড়াসহ বিভন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ভোলার বিভিন্ন এমপিত্তভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত ছিলেন শিক্ষকরা।
আজ সোমবার সকাল থেকে শিক্ষক ও কর্মচারিরা শিক্ষা প্রতিষ্ঠানে আসলেও তারা কাজ করা থেকে বিরত থাকেন। ক্লাস হওয়ায় শিক্ষার্থীরা আড্ডা আর গল্প করে সময় কাটায়।
ভোলার নাজিউর রহমান কলেজ, আলতাজের রহমান কলেজ, হালিমা খাতুনকলেজ, জয়নহর মাধ্যমিক বিদ্যালয়সহ জেলার চার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন