বিভিন্ন জেলায় ছাত্র জনতার ওপর হামলার স্থানে ‘জুলাই শহীদদের’ স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। কুমিল্লয় ছাত্র-জনতার ওপর হামলার স্থানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। গতকাল এ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে শহরের হাজীগঞ্জ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত দেশের প্রথম এই ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আমি আপনাদের দৃঢ়কণ্ঠে জানাতে চাই বিচার পূর্ণগতিতে এগিয়ে চলেছে।
কুমিল্লা : কুমিল্লায় ছাত্র-জনতার ওপর হামলার স্থানে ‘জুলাই শহীদদের’ স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। গতকাল ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
যশোর : যশোর শহরের বকুলতলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বেলা ১১টায় যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।