রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে এ মামলা করেন। গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মামলার ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।।
উল্লেখ্য, গত শুক্রবার এ হামলা-ভাঙচুরের সময় দরবার শরিফের ভক্ত মো. রাসেল মোল্লা মারা যান। শনিবার রাতে গোয়ালন্দ উপজেলা দেবগ্রাম ইউনিয়নের নিজ বাড়িতে তার দাফন হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো মামলা দায়ের করেনি। গতকাল সকালে দরবারের বেশ কয়েকজন ভক্ত ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দরবারের সব ভবনের রুমে লুটপাট করা হয়েছে। দরবারের তিন তলা ও দুই তলা ভবনের সব রুম ভাঙচুর করা হয়েছে। রুমের সব আসবাবপত্র, টিভি, ফ্রিজ, নগদ অর্থ ও সোনাদানা লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। লুটপাট শেষে ভবনগুলোতে অগ্নিসংযোগ করা হয়। দরবারের দায়িত্বে থাকা এক ব্যক্তি বলেন, ‘আমি হাসপাতালে ভর্তি রয়েছি। দরবারে সেদিন ২০০ থেকে ৩০০ ভক্ত আহত হয়েছেন। তাদের সবার ওপর হামলা করা হয়েছে। কে কোথায় আছেন খোঁজ নেই।’ রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় শনিবার রাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।