ফিলিস্তিনের পশ্চিমতীর দখল বা অধিগ্রহণ করলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল এমন কিছু করলে তারা আব্রাহাম চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
২০২০ সালে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তি করে আরবের চারটি দেশ। এর মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া পশ্চিমতীর নিয়ে ইসরায়েলকে সতর্কতা দিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও। তিনি বলেছেন, পশ্চিমতীরে ইসরায়েল হাত দিলে ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা শেষ হয়ে যাবে। আব্রাহাম চুক্তির আওতায় সৌদি ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। ৩ সেপ্টেম্বর যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ বৈঠক করেন। এ সময় দুজনে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে আলোচনা করেন।
ওই সময় তাদের বৈঠকে ইসরায়েলের পশ্চিমতীর দখল নিয়ে কথা হয় বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান নিউজ।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছে, ইসরায়েল পশ্চিমতীর অধিগ্রহণের মাধ্যমে মূলত ইরান ও হামাসের ফাঁদে পা দিচ্ছেন বলে মনে করেন আরব নেতারা। কারণ এর মাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপন অসম্ভব হয়ে যাবে। যা ইরান ও হামাস চায়।
পশ্চিমতীর ও গাজা নিয়ে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমতীরের আরও অঞ্চল দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন সময় সৌদি ও আমিরাত থেকে এমন সতর্কতা এলো। তবে তা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ পশ্চিমতীরে গিয়ে সেখানে ইহুদিদের নতুন বসতি স্থাপনের ভিত্তি স্থাপন করবেন বলে জানিয়েছে একাধিক হিব্রু সংবাদমাধ্যম। -দ্য জেরুজালেম পোস্ট