বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তাঁর আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব। রাসুলুল্লাহ (সা.) আমাদের সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিকতার দীক্ষা দিয়েছেন। অথচ আজ পৃথিবীজুড়ে চলছে যুদ্ধ-বিগ্রহ, সন্ত্রাস ও অমানবিকতা। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো প্রিয় নবীর শিক্ষা বাস্তবায়ন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিণ করে আবার পশ্চিম গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি মহাসমাবেশে মিলিত হয়। মুফতি মাওলানা বাকী বিল্লাহ আল-আযহারীর সঞ্চালনায় বক্তব্য দেন আল্লামা প্রফেসর ড. আবদুল্লাহ আল মারুফ, মাওলানা আ ন ম মাসউদ হোসাইন আল কাদেরী, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আত-তাহেরী, ফরহাদ মাজহার, কাজী মো. মহসীন চৌধুরী প্রমুখ।