প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে চলেছে। ডিসেম্বরে ইলেকশন হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা যাতে ওই টাইমলাইন মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। গতকাল নির্বাচন ভবনে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে নির্বাচন প্রস্তুতি নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। তিনি বলেন, আসলে উনারা জানতে এসেছিলেন আগামী সংসদ নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি কী রকম? আমরা কোন পর্যায়ে আছি, কী ধরনের প্রস্তুতি চলছে? সিইসি জানান, উনারা কমিশনকে সহায়তা করতে চান। অবজারভার বিষয়ে জানতে চেয়েছেন। আমরা যা যা করছি সব জানিয়েছি। ভোটার রেজিস্ট্রেশন, দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তির বিষয়টি জানিয়েছি। প্রকিউরমেন্টে যাব। যে কাজগুলো সময় সাপেক্ষ সেগুলো ছয়-সাত মাস লাগে, সেসব আমরা শুরু করছি। সিইসি জানান, তারপর অবজারভার পলিসিগুলো দেখা হবে। বিদেশি অবজারভার পলিসি হয়তো পরিবর্তন করতে হবে না; স্থানীয় অবজারভার পলিসি রিভাইজ করা হবে। সময়মতো অবজারভার নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। তিনি বলেন, যেহেতু একটা টাইম লাইন আছে, আর্লিয়েস্ট ডিসেম্বর, এটাকে মাথায় রেখে আমরা প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ডিসেম্বরে ইলেকশন হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা যাতে ওই টাইমলাইন মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। যুক্তরাজ্য হাইকমিশনার ইসির অগ্রগতি জেনে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি। তারা এপ্রিসিয়েট করেছে। তারা সেটিসফায়েড। পরবর্তী নির্বাচনে কী সাহায্য করতে পারি জানতে চেয়েছে। পার্টি এজেন্টদের প্রশিক্ষণ, অবাজারভারদের নিয়মকানুন সম্পর্কে পোলিং ডে তে দায়িত্ব কী সে বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থার অনুরোধ করেছি।
সুষ্ঠু-অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য : ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে সহযোগিতার জন্য স্থিতিশীলতা ও সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাজ্য। গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে যুক্তরাজ্য হাইকমিশনের রাজনৈতিক ও সুশাসন বিভাগের প্রধান টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন। বৈঠকে সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।