জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইতিহাসের নামে আর কোনো গল্প দেখতে চাই না। ইতিহাসটা উঠে আসুক। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ইতিহাসে যার যেখানে জায়গা রয়েছে, সেটা অবশ্যই দিতে হবে। আপনার ভালো লাগুক কিংবা না লাগুক। এরই নাম ইতিহাস। যদি ভালো লাগার মানুষকে সামনে নিয়ে আসেন, ভালো না লাগার মানুষকে যদি ফেলে দেন; এটা ইতিহাস নয়- এটা হবে গল্প।’ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের কথা স্মরণ করে জামায়াতের আমির বলেন, তাঁরা ইতিহাস রচনা করেছেন। জীবন দান করেছেন। তাঁদের কারও মা জীবিত নেই। পরিবারের সদস্যদের অনেকে কষ্টে আছেন। এই রাষ্ট্রের কি এতই অভাব পড়েছে যে, তাঁদের দিকে একটু সুদৃষ্টি দেওয়া যায় না।
জামায়াতের আমির বলেন, আমরা লজ্জিত। আমরা রাজনীতি করি; কিন্তু দায়িত্ব পালন করি না। এই দায়িত্ব রাষ্ট্রের, জনগণ রাষ্ট্র চালায় না। সরকার রাষ্ট্র চালায়। যুগ যুগ ধরে যাঁরা সরকারে ছিলেন, তাঁদের অবহেলা, উপেক্ষা এবং অপরাজনীতির দায় তাঁদের নিতেই হবে। বর্তমান সরকারকে জনআকাক্সক্ষার সরকার বলে মন্তব্য করেন জামায়াতের আমির। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, তাঁরা যত দিন আছেন, অনুরোধ করব ইতিহাসের এই অচলায়তন ভেঙে ফেলুন। সম্মানের সঙ্গে তাঁদের (ভাষা শহীদদের পরিবার) কাছে যান, পরিবারগুলোকে সম্মানিত করুন।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবদুল মান্নান, দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দীন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকির। অনুষ্ঠানে ভাষার গান পরিবেশন করেন হাসান আল বান্না ও তাওহীদুল ইসলাম।
জামায়াতের আমির লক্ষ্মীপুর যাচ্ছেন আজ : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ লক্ষ্মীপুর আসছেন। সকালে তিনি লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণজমায়েতের মঞ্চে উপস্থিত হয়ে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনসহ দলের পক্ষ থেকে শৃঙ্খলা কমিটি থাকবে। গতকাল সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাব হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, সকাল সাড়ে ৮টা থেকে গণজমায়েতের কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাদের শহর জামায়াতের নেতা-কর্মীরা শৃঙ্খলার দায়িত্বে থাকবেন। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আমাদের একটি জনসমাবেশ হয়েছিল। তখন অনেক বাধা পেরিয়ে আমরা সমাবেশ সফল করেছি। ঠিক ২৮ বছর পর শনিবার (আজ) আরেকটি ঐতিহাসিক জনসমাবেশ হবে।