কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে হোসেন আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী গতকাল সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হোসেন আলী ব্যবসায়িক ২২ লাখ টাকা নিয়ে কেরানীগঞ্জের কদমতলী থেকে সিএনজি অটোরিকশায় নিজবাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখানের উদ্দেশে রওয়ানা হন। পথে নাজিরের বাগ এলাকায় র্যাব পরিচয়ে ছয়-সাতজন গাড়ির গতিরোধ করে। তাকে নারী নির্যাতন মামলার আসামি উল্লেখ করে হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে তোলে। পরে চোখ বেঁধে বিভিন্ন স্থানে ঘোরানোর পর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ঢাকা-মাওয়া হাইওয়ের তেঘরিয়া এলাকায় ফেলে রাখে। ঘটনার সময় তাদের প্রত্যেকের গায়ে র্যাব লেখা জ্যাকেট, হাতে ওয়াকিটকি এবং গাড়িতে র্যাবের স্টিকার লাগানো ছিল জানান হোসেন আলী। এর আগে ১৩ ফেব্রুয়ারি কেরানীগঞ্জে রাসেল মিয়া নামে এক সৌদিপ্রবাসীর কাছ থেকে স্বর্ণ বিক্রির ৪৭ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের চার দিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রবাসীর টাকা লুটের ঘটনায় বেশকিছু সূত্র ধরে তদন্ত চলছে। হোসেন আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকেও টাকা লুটের অভিযোগ পেয়েছি। আশা করছি, দুটি ঘটনায় জড়িতরা খুব দ্রুতই গ্রেপ্তার হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।