বৈশাখী টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মহল্লা’ সম্প্রচারের পর থেকেই দর্শকদের দারুণ সাড়া পাচ্ছে। পুরান ঢাকার জীবন-যাপন, রঙিন চরিত্র এবং মজার গল্পনির্ভর এই ধারাবাহিকের নির্মাতা জনপ্রিয় পরিচালক ফরিদুল হাসান। রচনা করেছেন বিদ্যুৎ রায়।
নাটকটিতে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা—যাহের আলভী, তন্ময় সোহেল, আইরিন সুলতানা, তিথি ইফতি, আব্দুললা রানা, রেশমী আহমেদ, সাবা সুম্মিতা, সিয়াম মৃধা, রকি খান, মুকিত জাকারিয়া, আশরাফুল আলম সোহাগ, মাসুদ মহিউদ্দিন, শহীদ উন নবী, জাবেদ গাজী, সাগর রহমান, মার্শাল, আয়েশা নাফিজা, মেহেজাবিন, উপমা আহমেদসহ আরও অনেকে।
নাটকটি সপ্তাহে তিন দিন—শনিবার, রবিবার ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে।
কাহিনির সারসংক্ষেপ
পুরান ঢাকার একটি মহল্লাকে কেন্দ্র করে গল্প এগোতে থাকে। ঠুনকো একটি ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী মাসুম ও বাবু মুখোমুখি হয় প্রায়ই। দু’জনই একে অন্যকে নিয়ে নানা কটাক্ষ করে—মাসুমকে ডাকা হয় ‘মুরগী মাসুম’ আর বাবুকে ‘বদনা বাবু’ নামে। দুজনের সঙ্গীও কম নয়—মাসুমের সহযোগী ‘দুম্বা নাসির’ আর বাবুর সহযোগী ‘উগান্ডা মানিক’।
এই শত্রুতার সূত্র তাদের বাবাদের প্রজন্ম থেকে। একসময় বন্ধু থাকলেও হাকিম মুন্সি ও বেলায়েত সর্দারের সম্পর্ক ভুল বোঝাবুঝিতে তিক্ত হয়ে ওঠে। সেই জেরেই দ্বন্দ্ব নেমে আসে ছেলেদের প্রজন্মেও।
মাসুম ভালোবাসে সাবেক কাউন্সিলর বিজলীর বড় মেয়ে আদুরীকে, আর বাবুর ভালোবাসার মানুষ ছোট মেয়ে ময়না। আদুরীর ইঙ্গিতপূর্ণ আচরণে বিভ্রান্ত মাসুম আর বাবুর প্রতি টান অনুভব করলেও সুযোগের অভাবে দ্বিধায় থাকে ময়না।
দুজন প্রতিপক্ষই একে অন্যের নামে কুৎসা রটিয়ে মেয়েদের মন জয়ের চেষ্টা করতে থাকে—যা থেকে জন্ম নেয় একের পর এক হাস্যরসাত্মক ঘটনা।
ত্রিশ বছর ধরে ওই মহল্লায় থাকা ব্যবসায়ী সোবহান–শেলী দম্পতিকে কেন্দ্র করে গড়ে ওঠে আরেকটি সমান্তরাল গল্প। তাদের মেয়ে সূচনা ভালোবাসে সহজ-সরল যুবক অন্তরকে। অন্যদিকে ছেলে অনিক—যুবনেতা, প্রেম-কাহিনী আর রাজনীতির টানাপোড়েনে ব্যস্ত। স্থানীয় প্রভাবশালী চরিত্রদের সাথে জড়িয়ে পড়ে অনিকের নতুন দ্বন্দ্ব ও সংকট।
এদিকে কুষ্টিয়া থেকে আসা ফারুক ও ফরিদপুরের শরিফ ব্যবসায়িক স্বার্থে কখনো মাসুম-বাবুর দিকে, কখনো অনিক-ইমনদের দিকে ঝুঁকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। স্বার্থের টানাপোড়েন, ক্ষমতার দাপট আর ব্যক্তিস্বার্থের মোহে জটিল হয়ে ওঠে মহল্লার পরিবেশ।
শেষ পর্যন্ত গল্প এগোয় নানা সংকট ও কৌতুকময় পরিস্থিতির মধ্য দিয়ে। কখনো শত্রু বন্ধু হয়ে যায়, কখনো বন্ধু হয়ে ওঠে প্রতিপক্ষ। তবু পুরান ঢাকার মহল্লা তার নিজস্ব বৈশিষ্ট্য, ঐতিহ্য ও মানবিকতার শক্তিতে দাঁড়িয়ে থাকে আগের মতোই।
হাস্যরস, সম্পর্কের টানাপোড়েন, প্রেম-প্রতিদ্বন্দ্বিতা আর মানবিক মূল্যবোধের সমন্বয়ে ‘মহল্লা’ হয়ে উঠেছে দর্শকদের প্রিয় ধারাবাহিকগুলোর একটি।
বিডি প্রতিদিন/হিমেল