সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। রবিবার ও আগের দিন শনিবার বিজিবি ১৯ ও ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানান, রবিবার ও আগের দিন শনিবার ব্যাটালিয়নের আওতাধীন সংগ্রাম, বিছনাকান্দি, কালাইরাগ, সোনালীচেলা ও বাংলাবাজার সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ভারতীয় মহিষ, গরু, পেঁয়াজ, বিড়ি, শীতের কম্বল, চশমা, চকলেট ও বিভিন্ন ধরনের ফল জব্দ করে। এসময় বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছ জব্দ করা হয়। একই সময় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ৪ কোটি ৪ লাখ টাকা।
এদিকে, বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার জানান, রবিবার ভোররাতে জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহল দল চাংগিল নামক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করে। জব্দকৃত পণ্যের মূল্য ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ১৫০ টাকা। এছাড়া জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৬ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু, পান ও সুপারি জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএম