বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করে মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পাঁচ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার দুপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪২ পেরিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে তারা। পরে সীমান্তসংলগ্ন মনজয় পাড়ায় আশ্রয় নেওয়ার সময় বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
আটকরা হলেল মিয়ানমার সেনাবাহিনীর সদস্য মিন মিন উ (৪২) এবং বর্ডার গার্ড পুলিশ বিজিপির সদস্য ক্য জয় লিন (৩২), অং সান থ (৩২), শৈ থুরা (৩৮) ও কক সিন (৩৫)।
কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন জানান, অবৈধভাবে অনুপ্রবেশকারী ৫ জনের মধ্যে একজন সেনাবাহিনী এবং বাকিরা বর্ডার গার্ড পুলিশ বিজিপির সদস্য। তাদের সঙ্গে থাকা অস্ত্রগুলো জব্দ করে রেখেছে বিজিবি।
তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়রা জানিয়েছে, কয়েকদিন ধরে সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সেখানকার সেনাবাহিনীর দখল করা ক্যাম্পগুলো পুনরুদ্ধার করতে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির (এএ) সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় চলছে। গুলি বিনিময়ে টিকতে না পেরে অবৈধভাবে অনুপ্রবেশ করে সদস্যরা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিচ্ছে।
বিডি-প্রতিদিন/আশফাক