মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ৩ নারী যৌন কর্মীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর নতুন রাস্তা এলাকার "ফ্রেশ ভাটেরচর গেস্ট হাউস এন্ড রেস্টুরেন্টে' অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তমা আক্তার (২৮), জামালপুরের সাথী আক্তার (২০), পটুয়াখালীর শামীমা আক্তার (২২), গজারিয়ার বর্ষা (১৮) ও সুমন মিয়া (২৫)।
স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, এই বাড়িটির মালিক স্থানীয় রাসেল মিয়া। কয়েক মাস আগে নারায়ণগঞ্জের দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়ে আবাসিক হোটেলের ব্যবসা শুরু করেন। হোটেলটিতে নিয়মিত সন্দেহভাজন ব্যক্তিদের যাতায়াত করতে দেখা যেত। হোটেলের আড়ালে এখানে অসামাজিক কার্যকলাপ হয় এটা নিশ্চিত হয়ে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী এবং পুলিশকে বিষয়টি জানান। পরে রবিবার দুপুরে কয়েকজন গণমাধ্যমকর্মী সেখানে প্রবেশ করলে হাতেনাতে ৩ নারী যৌনকর্মী ও এক প্রেমিক-প্রেমিকা যুগলকে আটক করে।
এসময় গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে হোটেল পরিচালনাকারীরা ভবনটির প্রধান ফটকে তালা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তাদের উদ্ধার করে। পরে ৩ নারী যৌনকর্মীসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, দিনের বেলা এই হোটেলটিতে তেমন কারো আনাগোনা আমরা দেখতাম না। আমরা ভাবতাম লোকজন না আসলে হোটেল কিভাবে চলে? কিন্তু পরে বুঝতে পারলাম এখানে অসামাজিক কার্যকলাপ হয়। এই ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদের বিচার চাই।'
এ বিষয়ে অভিযুক্ত বাড়ি মালিক রাসেল মিয়ার বক্তব্য জানতে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ জানান, 'স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা এই হোটেলটিতে অভিযান পরিচালনা করি। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে আটক করা করা হয়েছে। এদের মধ্যে তিনজন পেশাদার আর বাকি দুজন প্রেমিক-প্রেমিকা। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে'।
বিডি প্রতিদিন/এএম