আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করে বাংলাদেশ। রবিবার সন্ধ্যায় দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিজ দলে জায়গা পাকাপোক্ত না করতেই বড় দায়িত্ব পেলেন সাইফ হাসান। টি-টোয়েন্টি দলের নতুন সহ-অধিনায়ক হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে বিসিবি।
সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ থেকে দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি। তাদের জায়গায় দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে এবারও জায়গা হয়নি সৌম্য সরকারের।
একনজরে বাংলাদেশ স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।