চট্টগ্রামের রাউজান উপজেলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ১৫ মামলার আসামী আবু সাইদ রিপনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় রাউজান থানা পুলিশ। রিপন রাউজানের সুলতানপুর ইউনিয়নের জানালীহাট এলাকার বাসিন্দা।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম জানান, শনিবার সুলতানপুর সরকারপাড়া এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে ৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা এবং নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আসামির দেখানো মতে একই এলাকার খাজা গরিবে নেওয়াজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পেছনে কালুর গরুর ফার্ম থেকে কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি জানান, এর আগে ২০ নভেম্বর ভোররাতে রিপনের বাড়িতেও অভিযান চালানো হয়েছিল। সে সময় একটি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার আবু সাইদ রিপনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দু্িট মামলা দায়ের করা হয়েছে। এর আগেও রাউজানসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম