টেকনাফে যৌথ অভিযানে এক লাখ ইয়াবাসহ হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব-১৫। মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবা আনতে গিয়ে রবিবার ভোরে কচ্ছপিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক হোসেন টেকনাফের উত্তর লম্বরি এলাকার বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন তথ্যে জানা যায় মিয়ানমার থেকে গভীর সাগর হয়ে বড় ধরনের মাদকের চালান টেকনাফে প্রবেশের চেষ্টা করছে। প্রযুক্তির সহায়তায় সাগরে সন্দেহজনক নৌযান শনাক্ত করে বিজিবি ও র্যাব যৌথভাবে ২৩ নভেম্বর ভোরে কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অবস্থান নেয়।
পরে নৌযানটি সৈকতের কাছে কচ্ছপিয়া ঘাটে পৌঁছালে পাচারকারীরা পানিতে নেমে ইয়াবা হস্তান্তরের চেষ্টা করে। এ সময় হোসেন আহমেদ (৩৫) নামে এক পাচারকারীকে এক লাখ ইয়াবাসহ আটক করা হয়। তবে আরও দুইজন পাচারকারী নৌযানটি নিয়ে পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/আশফাক