সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার ও তানজিল ভূঞাকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ ও প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির সুষ্ঠু তদন্তের স্বার্থে এই শিক্ষকদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। তদন্ত কমিটির প্রথম সভার সুপারিশের প্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
এর আগে, গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. নিজাম উদ্দীনকে (আরবী বিভাগ) আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ ও পরীক্ষার নম্বর টেম্পারিং-সহ বিভিন্ন অভিযোগ তুলে শিক্ষক তানজিল ভূইয়ার বহিষ্কার দাবিতে কয়েক দফা আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। তবে এই শিক্ষককের অভিযোগ, বিভাগের আরেক শিক্ষক সাজু সরদার শিক্ষার্থীদের প্ররোচিত করে তার বিরুদ্ধে এই আন্দোলন করাচ্ছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সাজু সরদার।
বিডি প্রতিদিন/এমআই