২০২১ সালে সেন্সর থেকে ছাড়পত্র পায় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। তবে ছাড়পত্র পাওয়ার পরেও সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।
এবার সিনেমাটি মুক্তির বিষয়ে সুখবর দিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন যে, আগামী ১৭ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
পপি-আমিন খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ।
উল্লেখ্য, প্রথমে এ সিনেমাটির নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। সেই নাম নিয়েই শুটিং শুরু করেন পরিচালক। এরপর করোনার মধ্যে সিনেমাটির শেষ লটের শুটিং শেষ হয়।
এর আগে, ২০১৯ সালে সর্বশেষ পপি অভিনীত সিনেমা ‘দি ডিরেক্টর’ মুক্তি পায়। পরে ২০২০ সালের ২৩ অক্টোবর ‘ধোঁয়া’ নামে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও হঠাৎ সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন পপি।
বিডি-প্রতিদিন/শআ