তামিলনাড়ুর করুরে পদপিষ্ট দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত হয়ে উঠেছে। অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) বিতর্কের কেন্দ্রবিন্দুতে। শাসকদল ডিএমকে অভিযোগ করেছে, সমাবেশে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় টিভিকে-র গাফিলতিই এই বিপর্যয়ের জন্য দায়ী।
পুলিশ ইতিমধ্যে দলের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিজয় দ্রুত চেন্নাই ফিরে গেছেন, যা সমালোচনার জন্ম দিয়েছে। দুর্ঘটনার পর রাজ্য প্রশাসন তাকে করুরে যেতে দেয়নি। নিহতদের পরিবারকে তিনি ২০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
দূরদৃষ্টি রক্ষায় টিভিকে সিবিআই তদন্তের দাবি তুলেছে। বিজেপির সাবেক সভাপতি কে আন্নামালাই এবং স্থানীয় নেতৃত্ব ডিএমকের প্রশাসনিক ব্যর্থতার ওপর দায় চাপাচ্ছেন। মাদ্রাজ হাই কোর্টে নিরপেক্ষ তদন্তের আবেদন করেছে টিভিকে।
রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সরাসরি মন্তব্য না করলেও, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন গ্রেফতারের আগে সরকার পরিস্থিতি মূল্যায়ন করছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি বিজয়কে গ্রেফতার করা হয়, জনমনে সহানুভূতির স্রোত বইতে পারে। সব মিলিয়ে এখন আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে পুরো তামিল রাজনীতি।
বিডি প্রতিদিন/আশিক