এবার ভারত ভ্রমণে নতুন নিয়ম করল দেশটি। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১ অক্টোবর) থেকে ভারতে প্রবেশকারী প্রত্যেক বিদেশি ভ্রমণকারীর জন্য চালু হচ্ছে ডিজিটাল ডিসেমবার্কেশন (ডিই) কার্ড। ভ্রমণের ৭২ ঘণ্টা আগে এই কার্ড পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশি ভ্রমণকারীদের জন্য ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করতে এই উদ্যোগ নিয়েছে ভারত সরকার।
১ অক্টোবর থেকে ভারত ভ্রমণে আসা বিদেশি যাত্রীদের আর হাতে লেখা কাগজে ডিসেমবার্কেশন বা আগমন সম্পর্কিত কার্ড পূরণ করতে হবে না। এর পরিবর্তে চালু হচ্ছে ডিজিটাল ডিসেমবার্কেশন কার্ড বা ই-অ্যারাইভাল কার্ড।
নয়াদিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রমণের আগে এই কার্ড পূরণ করা হবে বাধ্যতামূলক করা হয়েছে এবং যাত্রার ৭২ ঘণ্টা আগে অনলাইনে এটি পূরণ করে রাখতে হবে। এর ফলে বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে ভিড় ও বিলম্ব কমবে বলে আশা করা হচ্ছে।
ডিজিটাল ডিসেমবার্কেশন কার্ড পূরণের জন্য দুটি মাধ্যম উল্লেখ করা হয়েছে-
১) অফিসিয়াল ওয়েবসাইট: indianvisaonline.gov.in/earrival
২) মোবাইল অ্যাপ: Indian Visa SuSwagatam
এই ডিজিটাল কার্ড পূরণের সময় ভ্রমণকারীদের দিতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, যেমন-পাসপোর্ট ও ভিসার বিবরণ,
ফ্লাইট ও যাত্রার বিস্তারিত তথ্য, ভারতে অবস্থানের ঠিকানা, জরুরি যোগাযোগের নম্বর ও প্রয়োজনে স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণা। তবে কোনও অতিরিক্ত নথি আপলোড করতে হবে না।
ভারতের নাগরিক ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওআইসি) কার্ডধারীদের এই কার্ড পূরণ করার দরকার হবে না। শুধু বিদেশি ভ্রমণকারীদের জন্যই এই নিয়ম কার্যকর করা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইমিগ্রেশনের দীর্ঘ লাইনে অপেক্ষা ও কাগজে শর্তপূরণের ঝামেলা এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল কার্ড চালু হলে ভ্রমণকারীরা আগেভাগেই তাদের তথ্য জমা দিতে পারবেন এবং বিমানবন্দরে পৌঁছে ঝামেলা ও সময় নষ্ট করা ছাড়াই দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন।
এ উদ্যোগের ফলে ভারত যুক্ত হয়ে গেল যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও তাইওয়ানের মতো দেশগুলোর কাতারে, যেখানে ইতোমধ্যেই কাগুজে আগমন কার্ড বাতিল করা হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতের মতো বিপুলসংখ্যক যাত্রী প্রবেশের দেশে ডিজিটাল ডিসেমবার্কেশন কার্ড পুরোদমে চালু হলে ইমিগ্রেশন প্রক্রিয়ায় সময় সাশ্রয়, দক্ষতা বৃদ্ধি ও যাত্রীসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/একেএ