মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া কালী মন্দির পাশের বাঁশবাগান থেকে নবজাতককে উদ্ধার করেছেন আনসার সদস্যরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ নবজাতককে উদ্ধার করে তারা। উদ্ধারকৃত নকজাতকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রথমে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতারে ভর্তি করা হয়েছে।
আনসার সদস্য হুসাইন জানায়, আমরা মটমুড়া কালী মন্দিরের নিরাপত্তার ডিউটি করছিলাম। সকাল ১১টার দিকে মন্দিরের পাশের বাঁশবাগানে নবজাতকে কান্না শুনতে পায়। বেশ কিছু ক্ষ কান্না শুনার পর আমরা বাঁবাগানে যেয়ে দেখে জন্ম নেওয়া এক নবজাতকে পড়ে থাকতে দেখি। এসময় এ নবজাতকে আমরা উদ্ধার করে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ জানান, নবজাতকটির শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হওয়ায় দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. জাহিদুল ইসলাম বলেন, নবজাতকটি অবস্থা সংকটপূর্ণ। তাকে আমরা নিবির পরিচর্যায় রেখেছি। তার চিকিৎসার ব্যবস্থা হাসপাতালের পক্ষ থেকে করা হবে।
বিডি প্রতিদিন/এএম