কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে হিমছড়ি ঢালায় প্রকাশ্য দিবালোকে দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করেছে সংঘবদ্ধ ডাকাত দল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঈদগড় থেকে মোটরসাইকেলে করে ঈদগাঁও যাচ্ছিলেন দুই ব্যক্তি। হিমছড়ি ঢালায় পৌঁছানোর পর, যা দীর্ঘদিন ধরেই ডাকাতির হটস্পট হিসেবে পরিচিত, তাদের গতিরোধ করে অস্ত্রধারী ডাকাতরা। এ সময় তারা দু’জনকে জিম্মি করে পাহাড়ি জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়।
অপহৃত ব্যক্তিরা ঈদগড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে, তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে, নবনিযুক্ত ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন এই ঘটনার বিষয়ে জানিয়েছেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযানে নেমেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধার করার জন্য কার্যক্রম চলছে।’
উল্লেখ্য, ঈদগাঁও–ঈদগড় সড়কটি দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ