অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের দেশে মানুষ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পান না। ফলে জনগণ তো কিছুটা ‘গোসা’ করবেই।” তিনি এই মন্তব্য করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের যৌথ সেমিনার ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামি মানি মার্কেট উন্নয়ন’ এ।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থায়নের মূল সমস্যা হলো সরকারি অর্থের সীমিততা। সরকার সবকিছু দিয়ে দিতে পারে না; অথচ জনগণ এবং বিভিন্ন খাতের চাহিদা প্রতিদিন বেড়ে যাচ্ছে। তিনি ট্যাক্স এবং নন-ট্যাক্স রাজস্ব নিয়ে আরও কার্যকর ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "ট্যাক্স কমানোর কথায় অনেকে বিভ্রান্ত। যদি সেবা না দেন, জনগণ ট্যাক্স দিতে চাইবে না। সেবা উন্নত করা গেলে ট্যাক্স সংগ্রহও সহজ হবে।" তিনি উদাহরণ হিসেবে ব্রাজিল উল্লেখ করেন, যেখানে ট্যাক্স জিডিপি রেশিও ২৬ শতাংশ এবং জনগণ সেবা পান, কিন্তু বাংলাদেশে মাত্র ৭.২ শতাংশ।
সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্স-এর অধ্যাপক এম. কবীর হাসান। সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ।
বিডি প্রতিদিন/আশিক