ক্যালগেরির বাংলা অনসম্বল সম্প্রতি প্রবাসে বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে একটি বিশেষ ত্রিমাত্রিক পরিবেশনা মঞ্চস্থ করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল, বহুসাংস্কৃতিক সমাজের মধ্যে আমাদের নতুন প্রজন্মকে বাঙালি ঐতিহ্যের সাথে পরিচিত করে তোলা এবং তাদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা সৃষ্টি করা।
ত্রিমাত্রিক পরিবেশনায় বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে প্রবাসী জীবনের গুরুত্ব এবং নাটকের ভূমিকা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই বিশেষ আয়োজনের প্রথম পর্বে পরিবেশিত হয় স্বপন গাঙ্গুলী রচিত শ্রুতি নাটক ‘পাকা দেখা’, যেখানে বাঙালি জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। দ্বিতীয় পর্বে, স্যার আর্থার কোনান ডয়েল এর লেখা ‘দ্যা অ্যাডভেঞ্চার অফ দ্যা স্টক ব্রকার্স ক্লার্ক’ গল্প অবলম্বনে তৈরি অডিও ফিকশন ‘১২৬ বি কর্পোরেশন স্ট্রিট’-এর প্রিমিয়ার শো মঞ্চস্থ হয়। নাট্যরূপটি করেছেন মুসফেক সালেহীন।
তৃতীয় পর্বের পরিবেশনায় ছিল নাট্যকার মামুনুর রশীদের রচিত ও নির্দেশিত নাটক ‘তুম্বা এবং প্রতিবেশী’, যা প্রবাসী জীবনের বিচিত্র বাস্তবতা এবং আন্তরিক ভালোবাসার শক্তিকে কেন্দ্র করে নির্মিত। নাটকটির মাধ্যমে তিনি তুলে ধরেছেন জীবনের শঙ্কা, প্রতিযোগিতা, এবং শ্রেণি-সংগ্রাম থেকে মুক্তির উপায় হিসেবে পারস্পরিক ভালোবাসা এবং সহমর্মিতা।
নাটকের কাহিনীতে, যেখানে জীবন সর্বদা এক প্রতিযোগিতা, সেখানে সব দুঃখ-কষ্টের পরও ভালোবাসা, সহমর্মিতা এবং একে অপরকে সমর্থন দেওয়ার মধ্যে লুকিয়ে রয়েছে মানবতার মুক্তির পথ। মামুনুর রশীদ নিজে ‘তুম্বা’ চরিত্রে অভিনয় করেছেন, এবং নাটকের মাধ্যমে তিনি দেখিয়েছেন, জীবনের বাস্তবতা অসঙ্গতিপূর্ণ হলেও পারস্পরিক ভালোবাসার শক্তি সবকিছুকে জয় করতে সক্ষম।
ত্রিমাত্রিক পরিবেশনায় অভিনয় করেছেন- মামুনুর রশীদ, বৈশাখী গুহ, জয়ন্ত বসু, তীর্থ সাহা, তাসফীন হুসেন, খায়ের খোন্দকার, মাশরুর আহমেদ দীপক, এবং সেলিম আহমেদ।
এ বছর, নাটকের মিডিয়া পার্টনার হিসেবে ছিল আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’ এবং চ্যানেল আই। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাঙালিদের মাঝে সাংস্কৃতিক সচেতনতা এবং ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ