গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়। পরে আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হন এই অভিনেত্রী।
মুক্তির পর বেশ কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। ভক্তদের জানিয়ে ছিলেন, তিনি গুরুতর অসুস্থ এবং ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন।
এরই মধ্যে ফারিয়া আবারও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি নতুন সিনেমা নিয়ে পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ঈদুল ফিতরের সিনেমা ‘জ্বীন-৩’। এ সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, “অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।”
এরপর মুক্তির তারিখ উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘৮ জুলাই বিকাল ৩টা, বিশ্বব্যাপী ডিজিটাল মুক্তি’

‘জ্বীন’ ও ‘জ্বীন-২’ সিনেমার সাফল্যে অনুপ্রাণিত হয়ে চলতি বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিরিজের তৃতীয় কিস্তি ‘জ্বীন-৩’। একটি বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক কামরুজ্জামান রোমান। এতে সজল ও নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরা প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা