অবশেষে মঞ্চে ফিরেছে ব্ল্যাকপিংক। সিউলের কাছের গোয়াং শহরের স্পোর্টস কমপ্লেক্সে ‘ডেডলাইন’ কনসার্ট ‘মাতিয়ে’ দিয়েছেন ব্যান্ডের চার গায়িকা।
বিলবোর্ড লিখেছে, দুই বছর পর চলতি সপ্তাহেই পরপর দুইদিন কনসার্টে গান করেছেন রোওজি, জেনি কিম, লিসা ও জিসু। এই দুইদিনে ৭৮ হাজার ভক্ত কনসার্ট উপভোগ করেছেন। এই কনসার্টের মধ্য দিয়ে ‘ডেডলাইন’ ট্যুর শুরু করল ব্ল্যাকপিংক।
তবে চমক ছিল আরেক জায়গায়। কনসার্টের দ্বিতীয় রাতে র্যাপার গার্লদের গান শুনতে গিয়েছিলেন কে-পপ তারকা জো-হোপও। কালো গেঞ্জি ও চোখে কালো সানগ্লাস পরা জে-হোপকে দেখে দর্শকদের মধ্যে সাড়া পড়ে যায়। কনসার্ট শুরুর আগে অন্য শিল্পীরা যখন গান গাইছিলেন তখন সেই সুরের তালে জে-হোপকেও নাচতে দেখা যায়।
মঞ্চে ব্ল্যাকপিংক ‘কিল দিজ লাভ’ ধরতেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। ‘হাউ ইউ লাইক দ্যাট’, ‘প্লেয়িং উইথ ফায়ার’ আর ‘শাটডাউন’সহ নিজেদের জনপ্রিয় আরো কিছু গান পরিবেশন করে ব্ল্যাকপিংক। কনসার্টে জিসু তার নতুন একক গান ‘আর্থকোয়েক’ ও ‘ইয়োর লাভ’ শুনিয়েছে; লিসা পরিবেশন করেন ‘নিউ ওম্যান’ ও ‘রকস্টার’। জেনি ‘মন্ত্র’ ও ‘লাইক জেনি’ গেয়েছেন আর রোওজি গেয়েছেন ‘৩ এএম’, ‘টক্সিক টিল দ্য এন্ড’ এবং তার হিট গান ‘আপাতে আপাতে’।
কনসার্টের মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয় যখন ব্ল্যাকপিংক তাদের নতুন গান ‘জাম্প’ গেয়ে শোনান। দুইদিনে ব্ল্যাকপিংক ২৭টি গান শুনিয়েছে। সেগুলোর মধ্যে ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর পাশাপাশি চার সদস্যের একক গান ছিল।
লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, টরন্টো, প্যারিস, লন্ডনসহ ১৬ শহরে মোট ৩১টি কনসার্টে গান শোনানোর কথা রয়েছে ব্ল্যাকপিংকের। ২০২২ সালে ‘বর্ন পিংক’ অ্যালবামের ‘পিংক ভেনম’ শিরোনামের গানটি নতুন করে আলোচনায় আনে দলটিকে।
তাদের সর্বশেষ সাফল্য হল যুক্তরাজ্যের চার্টে শীর্ষস্থান দখল করা। এ দলের পাঁচটি মিউজিক ভিডিও ইউটিউবে ১০০ কোটি বার দেখা হয়েছে। ৮ কোটির বেশি সাবক্রাইবার রয়েছে তাদের। ২০২২ সালে টাইম ম্যাগাজিনের ‘এন্টারটেইনার অফ দ্য ইয়ার’ হয় কোরিয়ান পপের এই ব্যান্ড দল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ