বলিউড সুপারস্টার আমির খানের নতুন চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’ মুক্তির মাত্র ১৮ দিনের মাথায় সব ভাষা মিলিয়ে আয় করেছে ১৪৯ কোটি ৮৯ লাখ টাকা।
আরএস প্রসন্ন পরিচালিত এবং জেনেলিয়া ডি’সুজা অভিনীত এই আবেগঘন নাট্যচিত্রটি ইতোমধ্যেই আমির খানের ক্যারিয়ারে পঞ্চম সর্বোচ্চ আয়কারী ছবির স্থান দখল করেছে। আয়ের দিক থেকে ছবিটি ‘গজনি’ এবং ‘থাগস অফ হিন্দুস্তান’-এর মতো বড় বাজেটের সিনেমার চেয়েও এগিয়ে গেছে।
ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় একযোগে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই ছবিটি দর্শক ও সমালোচকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে এর হৃদয়স্পর্শী গল্প বলার ধরণ এবং অভিনয় প্রশংসিত হয়েছে ব্যাপকভাবে।
প্রথম সপ্তাহে ছবিটি আয় করে শুক্রবার ১০.৭ কোটি, শনিবার ২০.২ কোটি এবং রবিবার ২৭.২৫ কোটি টাকা। এরপর প্রতিদিনই মোটামুটি আয় ধরে রেখে ছবিটি ১৮ দিনের মাথায় পৌঁছেছে ১৪৯.৮৯ কোটিতে, অর্থাৎ ১৫০ কোটির দোরগোড়ায়।
এমন আয়ের ফলে সম্প্রতি বক্স অফিসে ব্যর্থ ‘লাল সিং চাড্ডা’ (৬১.১২ কোটি)-এর পর এই ছবি আমির খানের জন্য এক জোরালো প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
এটি শুধু আর্থিক দিক থেকে নয়, পরিবারকেন্দ্রিক দর্শকদের সঙ্গেও আমির খানের একটি আবেগময় সংযোগ পুনঃপ্রতিষ্ঠা করেছে।
বিডি প্রতিদিন/আশিক